১৯৬১ সালে স্বর্গীয় মঙ্গল চন্দ্র রায় ক্লাবটির প্রতিষ্ঠা করেন| ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মানস মিত্র। বরাবরই সাবেকি পূজায় বিশ্বাসী এই ক্লাব থিম পূজা শুরু করে ২০১৩ সাল থেকে। পরিবেশবান্ধব পুজো এবং বিভিন্ন সামাজিক বার্তা দেওয়াই একমাত্র উদ্দেশ্য এই পূজা কমিটির।
ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার ও তাদের মধ্যে কিছু হলো- কলকাতাশ্রী, শিশুদর্পণ, চ্যানেল ১০, বেঙ্গল রিপোর্টার্স গিলএবং কলকাতা বার্তা-এর পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার।
এই ক্লাবের বিগত বিভিন্ন বছরের বিভিন্ন থিমগুলি হলো, ২০১৩ তে “সাঁওতালি বৃক্ষ উৎসব”, ২০১৪ তে “মাটির টানে উৎসব”, ২০১৫ তে “রথ ” প্রভৃতি|
এই বছর এই ক্লাবের নিবেদন “বেলাশেষে কেন এমন হয়”| বয়সকালে বেশিরভাগ বাবা-মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে। সেই চিন্তা ভাবনায় ফুটে উঠছে এবার এই ক্লাবের থিমে।