১৯৩৪ সালে দুটি অসংরক্ষিত শিবলিঙ্গ রক্ষা করার উদ্দেশ্যে তৈরী হয় শ্রী শ্রী শঙ্করধর্ম প্রতিষ্ঠান ( শিবমন্দির)| ১৯৩৬ সালে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুরু করা হয় 'দুর্গাপূজা শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটির'নামে।
২০০৩ সালে শিবমন্দির সেবা প্রতিষ্ঠান নাম একটি নতুন প্রতিষ্ঠানের সূচনা হয়| সেখানে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য একটি সান্ধ্যকালীন স্কুলের ব্যবস্থা আছে|
১৯৮৬ সাল থেকে বিভিন্ন পুরোকার প্রাপ্তি শুরু হওয়ায় পুরস্কারের তালিকাটি অনেক বড় , তালিকায় রয়েছে ১৯৯৭ সালে ইমপ্যাক্ট শারদ অর্ঘ বেস্ট সেফটি অ্যাওয়ার্ড, ১৯৯৮ এ ক্রীড়া ও সংকৃতি থেকে ২য় পুরস্কার, ১৯৯৯ এ এমপি বিড়লা ফাউন্ডেশন ট্রাস্ট থেকে সেরা প্রতিমার জন্য পুরস্কার, ২০০৫ এ এশিয়ান পেন্টস শারদ সম্মান, ২৪ ঘন্টা থেকে শ্রেষ্ঠ মণ্ডপ, বিশ্ববাংলা শারদ সম্মান, কোলকাতাশ্রী, এবিপি আনন্দ সেরার সেরা পূজো ২০১৭ ও আরো অনেক।
ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী দেবেশ চন্দ্র দালাল এবং ক্লাবের সেক্রেটারি শ্রী পার্থ ঘোষ|
পূজা প্রতিষ্ঠানটির নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হলো পিএসসি বাস স্ট্যান্ড।
প্রতিষ্ঠানটির ঠিকানা: ২৫, লেক টেম্পল রোড বা ১১, শরৎ চ্যাটার্জি এভিনিউ, কলকাতা-৭০০০২৯।