About Us

১৯৭৭ সাল থেকে শুরু করে নেতাজি সড়ক অধিবাসীবৃন্দ ক্লাব এই বছর পা দিল ৪১ তম বছরে | রাজা রামমোহন রায় রোডের উপর আয়োজন হয় এই পুজোর | এই ক্লবের ঝুলিতেও পুরস্কারের সংখ্যা নেহাত কম নয়, রয়েছে জিল স্পোর্টস এন্ড নিউজ এর তরফ থেকে পুজো প্রিমিয়ার লিগ এ রানার্স আপ এর পুরস্কার, হাই নিউজ থেকে ২০১০ সালে প্রাপ্ত হয়েছে সেরা মন্ডপের পুরস্কার, রয়েছে সেরা বাংলা শারদ সম্মান ২০১৬ এর পুরস্কার | তাছাড়া রয়েছে সেরা প্রতিমা ও সেরা পরিবেশের পুরস্কার বাংলা রিপোর্টার্স গিল্ড এর পক্ষ থেকে | এই মন্ডপ দর্শনে যেতে গেলে আপনাকে পৌছে যেতে হবে টলিগঞ্জ মেট্রো স্টেশন এর কাছ থেকে মুচিপাড়ার অটো ধরে মুচিপাড়ায় সেখান থেকে মিনিট খানেকের হাঁটা পথ ধরে সোজা মন্ডপে |